শুক্রবার বিজেপিশাসিত মণিপুরে যাচ্ছে না তৃণমূলের তথ্যসন্ধানী দল

Staff Reporter

শুক্রবার বিজেপিশাসিত মণিপুরে যাচ্ছে না তৃণমূলের তথ্যসন্ধানী দল, পরিবর্তে সফর আগামী বুধবার

তৃণমূল সূত্র জানিয়েছে, মণিপুরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শুক্রবার সেখানে যাওয়ার কথা ছিল তাদের তথ্যসন্ধানী দলের। অথচ মণিপুর রাষ্ট্রের অনুরোধে তা স্থগিত করা হয়েছে।

গোষ্ঠী সংঘর্ষে বিধ্বস্ত মণিপুরে শুক্রবার যাচ্ছে না তৃণমূলের দল। দিনের জন্য সেই সফর পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এমনটাই সংবাদ মিলল তৃণমূল সূত্রে। বঙ্গের শাসকদলের ওই সূত্র জানিয়েছে, বিজেপিশাসিত মণিপুরের সিচুয়েশন সরেজমিনে খতিয়ে দেখতে শুক্রবার সেখানে যাওয়ার কথা ছিল তাদের তথ্যসন্ধানী দলের। কিন্তু মণিপুর গর্ভনমেন্টের অনুরোধে তা স্থগিত করা হয়েছে। তার বদলে আগামী সপ্তাহে বুধবার হিংসা-বিধ্বস্ত মণিপুরে যাবে তৃণমূলের প্রতিনিধি দল।

পঞ্চায়েত ভোটে হিংসার নালিশের প্রেক্ষিতে বাংলায় চার মেম্বারের তথ্যসন্ধানী দল পাঠানোর ডিসিশন নেন বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, রাজ্যের একাধিক উপদ্রুত এরিয়া ঘুরে, আক্রান্তদের সঙ্গে কথা বলে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে যত দ্রুত সম্ভব রিপোর্ট জমা দেওয়াই কাজ ওই এজেন্ট দলের। এর পরেই দু’মাস ধরে গোষ্ঠী-সংঘর্ষে উত্তপ্ত মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে তথ্যসন্ধানী দল পাঠানোর কথা জানায় তৃণমূল। টিমের তরফে বলা হয়, ওই কর্মচারী দলে থাকবেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কাকলি ঘোষদস্তিদার, মঙ্গল বন্দ্যোপাধ্যায়, তার সাথে সুস্মিতা দেব। তৃণমূলের বক্তব্য, মণিপুর ‘ডাবল ইঞ্জিন’ রাজ্য হলেও, গত তিন মাস ধরে মণিপুরের ক্ষতিগ্রস্ত মানুষের কথা কানে তোলেনি বিজেপি। একারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ক্ষতে মলম দেওয়ার জন্য টিমের প্রতিনিধিরা মণিপুরে যাবেন।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, শুক্রবার মণিপুরে যাওয়া হবে, তা নজরে রেখে সব রকম প্রস্তুতিও সেরে ফেলা হয়েছিল। অথচ শেষবেলায় মণিপুর তিন-চার দিনের জন্য সফর পিছিয়ে দেওয়ার ‘লিখিত’ আরজি করেছে। সেই কারণেই আপাতত তা স্থগিত করা হয়েছে। দলীয় সূত্রই জানিয়েছে, শুক্রবারের পরিবর্তে টিমের প্রতিনিধিরা মণিপুরে যাবেন আগামী ১৯ জুলাই অর্থাৎ বুধবার।

পঞ্চায়েত ভোট-পর্বে কমপক্ষে ৪৭ জনের মরণ হয়েছে রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যের পরিস্থিতি জানাতে দিল্লি গিয়েছেন রাজ্যপাল সিভি মজা বোসও। এই আবহে রাজ্যের শাসকদলের ওপর চাপ বাড়াতে তথ্যসন্ধানী দল পাঠানোর ডিসিশন নেন নড্ডা। বুধবারই সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে রেখা বর্মা, রাজদীপ রায়, সত্যপাল সিংহ-সহ চার মেম্বারের সেই টিম রাজ্যে পৌঁছেছে। বিভিন্ন উপদ্রুত এরিয়ায় তারা যাচ্ছেও। তা নিয়ে রাজনৈতিক তরজার ভিতরে বৃহস্পতিবার রাতে তৃণমূলের তরফে মণিপুর সফর চার দিনের জন্য সাময়িকভাবে বন্ধ করার ব্যাপারটা জানানো হল।

আরও পড়ুন

Latest articles

Leave a Comment

%d bloggers like this: