Apple iPhone 15 Series

Staff Reporter

Apple iPhone 15 Series : 80 হাজারের আইফোন 15 মাত্র 35 হাজারে! কী ভাবে পাবেন? রইল হদিশ

IPHONE 15

Apple iPhone 15 Series

Apple iPhone 15 Series : iPhone হল বিশ্বের সবচেয়ে বেশি চাওয়া-পাওয়া সেলফোনগুলির মধ্যে একটি, এবং যখন প্রতি বছর একটি নতুন সংস্করণ প্রকাশিত হয়, তখন গ্রাহকরা প্রত্যাশায় রোমাঞ্চিত হয়৷ এই বছর, Apple এর Wonderlust ইভেন্টের সময় iPhone 15 লঞ্চ হয়েছিল 12 সেপ্টেম্বর। আজ, 22 শে সেপ্টেম্বর, যখন ফোনটি বিক্রি শুরু হয়েছিল, তখন লোকেদের দিল্লিতে সদ্য প্রতিষ্ঠিত অ্যাপল স্টোরের বাইরে লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। iPhone 15 এর 128GB এবং 256GB মডেলের প্রতিটির দাম যথাক্রমে 79,900 এবং 89,900 টাকা। 512GB সংস্করণের দাম 1,09,900 টাকা। ফোনটি পাঁচটি রঙে আসে এবং iPhone 14 এর তুলনায় উল্লেখযোগ্য উন্নতির প্রস্তাব দেয়।

আইফোন কেনার কথা ভাবছেন? না এর জন্য কিডনি বেচতে হবে না। বিশেষ একটি অফার রেখেছে অ্যাপেল। যার মাধ্যমে ব্যাপক সস্তায় নিজের করতে পারবেন আইফোন 15।

Advertisement

আইফোন 15 সিরিজ লঞ্চ হওয়ার পর, বিশেষ করে তার দাম প্রকাশ হওয়ার পর মিমের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আসলে বহুল চর্চিত এই স্মার্টফোন ব্যবহারের ইচ্ছা তো অনেকেই রাখেন কিন্তু দামের কারণে পিছু পা হতে হয়। তাই মজার ছলে আইফোন কেনার জন্য।

Apple iPhone 15 Series
Apple iPhone 15 Series

আরো পড়ুন :-

Angry about ‘Jawan’। অ্যাটলির বিরুদ্ধে মানহানির মামলা ? মুখ খুললেন নয়নতারা দেখে নিন কি বলছে।

নতুন আইফোন 15 সিরিজের দাম শুরু হয়েছে 79,900 টাকা থেকে। হাই-এন্ড মডেল আইফোন 15 প্রো ম্যাক্সের দাম 1,99,900 টাকা। 2 লাখ টাকা খরচ করে স্মার্টফোন কেনা সাধারণ মধ্যবিত্ত মানুষের কল্পনার বাইরে তা বলার অপেক্ষা রাখে না। ঠিক সেই কথা মাথায় রেখেই একটি বিশেষ অফার এনেছে অ্যাপেল।

Advertisement

স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ আইফোন 15 এর দাম 79,900 টাকা হলেও এটি আপনি মাত্র 35,000 টাকায় কিনে নিতে পারবেন। তবে কিছু শর্ত রাখা হয়েছে। সেগুলি কী? চলুন জানা যাক।

Apple iPhone 15 Series

আইফোন 15 মাত্র 35 হাজারে কী ভাবে?

Advertisement

iPhone 15 বিক্রি শুরু হওয়ায় বেশ কিছু খুচরা বিক্রেতা ইতিমধ্যেই নতুন আইফোনে ছাড় দিচ্ছে। বিজয় সেলস, ফ্লিপকার্ট, ক্রোমা এবং ফ্লিপকার্টের মতো বেশ কিছু খুচরা বিক্রেতা গ্রাহকদের জন্য লোভনীয় ডিল প্রদান করে। কিন্তু যদি আমরা আপনাকে বলি যে আপনি 35,000 টাকার কম দামে সাম্প্রতিক আইফোন কিনতে পারবেন? আপনি সঠিকভাবে যে পড়েছেন. এই দামে iPhone 15 পাওয়া সম্ভব, তবে একটি ক্যাচ আছে: অফারটি শুধুমাত্র তখনই বৈধ যদি আপনি আপনার বর্তমান iPhone প্রতিস্থাপন করেন।

ইন্ডিয়া istore ওয়েবসাইটে যান এবং 35,000 টাকার কম মূল্যে আপনার iPhone 15 পেতে সার্চ বারে “iPhone 15” টাইপ করুন। একটি ল্যান্ডিং পৃষ্ঠা খোলার পরে সম্ভাব্য সংস্করণগুলির বিশদ বিবরণ উপস্থিত হবে৷ 128 গিগাবাইট বিকল্পটি আমরা চিন্তা করব।

আপনি এখন “ব্যাংক ক্যাশব্যাক অফার” লেবেলযুক্ত একটি ট্যাব লক্ষ্য করবেন। তথ্য দেখতে, এটি ক্লিক করুন. ওয়েবসাইট অনুসারে, একটি আইফোন 15 এর নেট কার্যকরী মূল্য 48,900 টাকা। আপনি একটি ভাল-কন্ডিশন iPhone 12, 64 GB-তে ট্রেড করছেন এমন ঘটনা। যাইহোক, আপনি 35,000 টাকার কম দামে iPhone 15 পেতে পারেন যদি আপনি ইতিমধ্যেই একটি iPhone 13 এর মালিক যা ত্রুটিহীন অপারেটিং অর্ডারে থাকে। আপনি ট্রেড ইন বিকল্পের অধীনে দেওয়া Cashify লিঙ্কে ক্লিক করে আপনার আগের ফোনের জন্য যে বিনিময় মূল্য পাবেন তা পরীক্ষা করতে পারেন। যাইহোক, মনে রাখবেন যে আপনার পুরানো ফোনটি ডিভাইসে কোনও স্ক্র্যাচ বা ডেন্ট ছাড়াই নিখুঁত কাজের অবস্থায় থাকা দরকার।

Advertisement

আরো পড়ুন :-

Mukesh Ambani: ওটিটি-তে রাজ করবেন আম্বানি! এবার হটস্টার কিনে নিচ্ছেন রিলায়েন্স কর্তা?

যে স্মার্টফোনটির কথা বলতে চলেছি তা হল আইফোন 15, 128GB ভেরিয়েন্ট। এটির দাম 79,900 টাকা। স্মার্টফোনটি হাফ দামে পাওয়ার জন্য প্রথমে আপনাকে অ্যাপেল ইন্ডিয়া বা ইন্ডিয়া iStore এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

Apple iPhone 15 Series
Apple iPhone 15 Series

এখানে গিয়ে সার্চ করুন আইফোন 15। একাধিক ভেরিয়েন্ট চলে আসবে সেখান থেকে 128GB সিলেক্ট করুন। এখানে ‘ব্যাঙ্ক ক্যাশব্যাক’ নামে একটি ট্যাব থাকবে।

Advertisement

জানিয়ে রাখি, ইতিমধ্যে আইফোন 15 এর উপর 5 হাজার টাকা ছাড় দেওয়ার কথা জানিয়েছে HDFC ব্যাঙ্ক। এই অফার যোগ করলে দাম দাঁড়াবে 74,900 টাকা।

তবে, এটি 48,900 টাকায় পেতে পারেন যদি আইফোন 12 এর 64GB মডেল এক্সচেঞ্জ করেন। স্মার্টফোনটি ভালো অবস্থায় থাকলে এই অফারের লাভ তোলা যাবে। আবার কারও কাছে যদি আইফোন 13 থাকে এবং তিনি সেটা এক্সচেঞ্জ করতে রাজি হোন তাহলে এই দাম আরও কমে চলে আসবে 35,000 টাকায়।

তবে, এটি 48,900 টাকায় পেতে পারেন যদি আইফোন 12 এর 64GB মডেল এক্সচেঞ্জ করেন। স্মার্টফোনটি ভালো অবস্থায় থাকলে এই অফারের লাভ তোলা যাবে। আবার কারও কাছে যদি আইফোন 13 থাকে এবং তিনি সেটা এক্সচেঞ্জ করতে রাজি হোন তাহলে এই দাম আরও কমে চলে আসবে 35,000 টাকায়।

Advertisement

Apple iPhone 15 Series

আরো পড়ুন :-

Jio AirFiber lunch : Jio র নতুন খেল। কত দাম পড়বে Jio AirFiber , জেনে নিন

প্রসঙ্গত, 15 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আইফোন 15 সিরিজের প্রি-বুকিং। আর গতকাল অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে অনলাইন/অফলাইন দুই জায়গাতেই চালু হয়ে গিয়েছে সেল।

Advertisement

আইফোন 15 কিনতে লম্বা লাইন দিয়েছেন মানুষজন। কেউ ভোর থেকে তো কেউ মাঝরাত থেকে। নতুন আইফোনের উপর মানুষের উৎসাহ আরেকটু বাড়িয়ে তুলতে এমন অফার নিয়ে হাজির হয়েছে সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

Apple iPhone 15 Series

আরও পড়ুন

Latest articles

Leave a Comment

%d bloggers like this: