চার ভোটে হারছেন জেনেই ব্যালট চিবিয়ে খেলেন তৃণমূলের মহাদেব!

Staff Reporter

চার ভোটে হারছেন জেনেই ব্যালট চিবিয়ে খেলেন তৃণমূলের মহাদেব! মাথায় হাত সিপিএম প্রার্থীর

ভোটে হারছেন এই সংবাদ পেয়ে গণনাকেন্দ্রে ঢোকেন তৃণমূল প্রার্থী। তার পর সিপিএম প্রার্থীর সামনে থেকে ব্যালটের বান্ডিল তুলে মুখে পুরে দেন। বাকিটা ছড়িয়ে দেন কেন্দ্রের মধ্যে।

হার নিশ্চিত বুঝে গণনাকেন্দ্রের ভিতরে দাঁড়িয়ে ব্যালট পেপার চিবিয়ে খেয়ে ফেলার অভিযোগ জবাব ২৪ পরগনার এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ওই পঞ্চায়েতে জয় পেতে যাচ্ছিলেন সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। অথচ ৪ ভোটে হারছেন জানার পরেই ব্যালট চিবিয়ে খেয়ে ফেলেন তৃণমূল প্রার্থী শিব মাটি। এই ঘটনায় হতবাক সিপিএম প্রার্থী হতে শুরু করে উপস্থিত সকলেই।

একটা সময় বিপ্লবীরা পুলিশের হাতে ধরা পড়ার নির্ভুল প্রথমে পকেটে থাকা গোপনীয় চিরকুট চিবিয়ে খেয়ে ফেলতেন। বিপ্লবীদের সময় এটা নয়। কিন্তু সেই অভ্যাস যায়নি বিলকুল। দেখিয়ে দিল ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথ। সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ ৪ ভোটে জিতছেন, এইরকম খবর পেয়ে গণনাকেন্দ্রের ভিতরে ঢোকেন তৃণমূল প্রার্থী মহাদেব। সিপিএমের অভিযোগ, তার পরেই ব্যালটের ১টি বান্ডিল ছিনিয়ে নিয়ে কয়েকটি ব্যালট মুখে পুরে চিবোতে থাকেন। বান্ডিলের বাকি ব্যালট ছড়িয়ে দেন ঘরে। সমগ্র ঘটনায় হতবাক জয়ের মুখে থমকে যাওয়া সিপিএম প্রার্থী। রবীন্দ্রনাথ বলেন, ‘‘২ নম্বর কামরার ৭ নম্বর টেবিলে গণনা চলছিল। কাউন্টিং শেষ হওয়ার পর আমি ৪ ভোটে জিতি। ওরা রিকাউন্টিংয়েরও দাবি করেনি। শিব মাটিকে দেখলাম কক্ষে ঢুকে, কারও পরোয়া না করে, আমার বক্সের থেকে একটি বান্ডিল তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিল! কিছুটা ফেলে দিল। তার পর আবার বাইরে চলে গেল। এই পরিস্থিতিতে কাউকে জয়ী ঘোষণা করেনি প্রশাসন। থমকে আছে।’’

Advertisement

সূত্রের খবর, গণনা চলাকালীন হারের সংবাদ পেয়ে কেন্দ্রে ঢোকেন তৃণমূল প্রার্থী মহাদেব। ৭ নম্বর টেবিলের কাছে এসে তিনি দাঁড়ান। তাঁর সামনেই রাখা ছিল ২৫টি করে ব্যালটের একের অধিক বান্ডিল। মুহূর্তের মধ্যে তেমনই একটি বান্ডিল হাতে তুলে নেন মহাদেব। তার পর বান্ডিল ছিড়ে কিছু ব্যালট পুরে দেন সরল মুখে। চিবোতে চিবোতেই বান্ডিলের বাকি ব্যালট আশপাশে ছড়িয়ে ছিটিয়ে দেন। তার পর সটান বেরিয়ে যান ঘর থেকে।

এই ঘটনার পর ওই টেবিলে গণনা স্থগিত রাখা হয়েছে। প্রশাসন এখনও কাউকে জয়লাভকারী ঘোষণা করতে পারেনি।

আরও পড়ুন

Latest articles

Leave a Comment

%d bloggers like this: