ভোটের নিরাপত্তায় বাহিনীর খরচা বাবদ কেন্দ্রের কাছে প্রায় ৩৫০ কোটি টাকা চেয়ে পাঠাল রাজ্য

Staff Reporter

ভোটের নিরাপত্তায় বাহিনীর খরচা বাবদ কেন্দ্রের কাছে প্রায় ৩৫০ কোটি টাকা চেয়ে পাঠাল রাজ্য

আদালতের নির্দেশে এখনও কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রয়ে গিয়েছে। ফলে, যে হিসাব কেন্দ্রকে পাঠানো হয়েছে,তার পরে আরও খরচা হওয়ার কথা। প্রশ্ন উঠেছে, দিন দশেক পরে একটানা খরচ একসঙ্গে পাঠানো যেত না?

ভোট নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর বাবদ স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার হিসাব পাঠাল রাজ্য নির্বাচন কমিশন।

মনোনয়ন জমা দেওয়ার দিন, নির্বাচনের দিন, গণনার দিন রাজ্যের আকীর্ণ অঞ্চলে বৈরিতা রুখতে যে রাজ্য নির্বাচন কমিশন ব্যর্থ, তা দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। তাঁদেরই তির্যক মন্তব্য, এই ‘ল্যাজে-গোবরে’ অবস্থার ভিতরে অবশ্য টাকার মেজারমেন্ট পাঠাতে বিলম্ব করেনি কমিশন। তা ছাড়া আদালতের নির্দেশে এখনও কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রয়ে গিয়েছে। ফলে, যে মেজারমেন্ট কেন্দ্রকে পাঠানো হয়েছে,তার পরে আরও খরচা হওয়ার কথা। প্রশ্ন উঠেছে, দিন দশেক পরে পুরো খরচ মিলিতভাবে পাঠানো যেত না?

Advertisement

সূত্রের খবর, কিছু দিন পূর্বেই নাকি এই টাকা চেয়ে মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আদালতের রায় ছিল, কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে পঞ্চায়েত ভোটে। অথচ কোনও ব্যয় রাজ্যের হতে চাইতে পারবে না কেন্দ্র। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, আদালতের সেই নির্দেশের পরে এই মুহূর্তে কমবেশি প্রায় ৭০০ এজেন্সি বাহিনী রাজ্যে পৌঁছেছে। এক-একটি কোম্পানিতে কমবেশি ১০০ জন করে ধরলে প্রায় ৭০ হাজার জওয়ান বর্তমান আছেন রাজ্যে। ওঁদের থাকা-খাওয়া, গাড়ি, গাড়ির তেল প্রভৃতি নানা খাতে খরচা করার জন্য হয়েছে রাজ্যকে। সেই বাবদই প্রায় ৩৫০ কোটি ধনের বিল পাঠানো হয়ে গিয়েছে মন্ত্রকের কাছে।

আধিকারিকেরা মনে করিয়ে দিচ্ছেন, প্রিপারেশন পর্বেই রাজ্য প্রশাসনের সর্বোচ্চ মহল সব জেলা প্রশাসনকে আদেশ দিয়েছিল, নিখুঁত ভাবে মেজারমেন্ট সৃষ্টি করতে হবে। ভোট মিটলে সেই মেজারমেন্ট কষে তা পাঠানো হবে কেন্দ্রের কাছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, ভোটের পরে আরও ১০ দিন রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় থাকার কথা কেন্দ্রীয় বাহিনীর। ফলে সাড়ে তিনশো কোটি টাকার পরেও এইরকম বেশ কতিপয় হিসাব অর্থ খরচের আওতায় ঢুকতে পারে।

প্রশাসনিক পর্যবেক্ষকেরা মনে করিয়ে দিচ্ছেন, অতীতে কেন্দ্রের থেকে বকেয়া বাবদ বিপুল টাকা আটকে থাকার কমপ্লেইন করে আসছে শাসকদল তৃণমূল। কিছু দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রকও লিখিত ভাবে জানিয়ে দিয়েছে, অতীতে কেন্দ্রীয় বাহিনীর জন্য প্রায় ১৮৫২ কোটি টাকা বকেয়া রেখেছে রাজ্য। জরিমানা সমেত ওই অর্থ তারা চেয়েছিল রাজ্যের কাছে। যদিও রাজ্যের দাবি ছিল, রাজ্য নিজে থেকে কেন্দ্রীয় বাহিনী চায় না। জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশে বাহিনী পাঠানো হয় পশ্চিমবঙ্গে। ফলে খরচের বিষয়টা তাদেরই দেখা উচিত।

Advertisement

আরও পড়ুন

Latest articles

Leave a Comment

%d bloggers like this: