Staff Reporter

Narendra Modi Egypt visit: পিরামিডের দেশে মোদী, ইজিপ্ট সফর ‘ঐতিহাসিক,’ দেখুন video

দুদিনের ইজিপ্ট সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী ও ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসি ভারত-ইজিপ্ট দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার জন্য একাধিক চুক্তিতে সই করেন। এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন পিএম নরেন্দ্র মোদী।
রবিবারই দুদিনের ইজিপ্ট সফর সম্পন্ন করেন মোদী। উনি টুইট করে লিখেছেন, আমার ইজিপ্ট সফর একটা ইতিহাসজ্ঞ সফর। ভারত-ইজিপ্ট সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে এই সফর। সেখানকার প্রেসিডেন্টকে অভিনন্দন। ইজিপ্টের যে ভালোবাসা দেখিয়েছেন তাতে ধন্যবাদ জানাচ্ছি। কায়রো হতে ফিরে উনি ১টি ভিডিয়ো টুইট করেছেন।

সফরের সম্পন্ন অবস্থায় তিনি গিজার পিরামিড দেখতে যান। প্রধানমন্ত্রী লিখেছেন, প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলিকে ধন্যবাদ জানিয়েছি। তিনি আমার সঙ্গে পিরামিডে গিয়েছিলেন। আমাদের রাষ্ট্রের পুষ্ট অতীত বৃত্তান্ত নিয়ে কথাবার্তা হয়েছে। সেই সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। দ্বিপাক্ষিক মিটিংয়ের আগে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি সর্বোচ্চ সম্মান তুলে দেন। তাঁর হাতে উনি অর্ডার অফ নীল উপহার তুলে দেন। এটি হল ইজিপ্টের সর্বোচ্চ সম্মান। দ্বিপাক্ষিক মিটিংয়ের নির্ভুল প্রথমে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে এই বিশেষ সম্মান তুলে দেন।

কায়রোতে আল হাকিম মসজিদ দর্শন করার জন্য যান ভারতের প্রধানমন্ত্রী। সেটি ১১ শতকে তৈরি বলে মনে করা হয়। ইন্ডিয়ার দাউদা বোহরি সম্প্রদায়ের সহযোগিতায় এই মসজিদ সৃষ্টি হয়ে গিয়েছে বলে মনে করা হয়। মাস তিনেক আগে সেই মসজিদের পরিবর্তন কাজ সম্পূর্ণ হয়েছে। সেই মসজিদ চত্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘুরে বেড়াতে নোটিশ যায়। এই মসজিদে মূলত শুক্রবারের আশা সংঘটিত হয়।

হেলিওপলিস কমনওয়েলথ ওয়ার সিমেট্রিতে তিনি যান। সেখানে ভারতের বীর শহিদদের উনি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। আসলে ১ম বিশ্বযুদ্ধের টাইম ইজিপ্ট ও প্যালেস্টাইনে তাঁদের অনেকেই লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন। সেই মেমোরিয়ালে অন্তত ৪০০০ ইন্ডিয়ান সেনার স্মৃতিতে গড়ে তোলা হয়েছে।

মোদীর উপস্থিতিতে একের অধিক চুক্তি সম্পাদিত হয়েছে দুই রাষ্ট্রের মধ্য়ে। দুদেশের সমৃদ্ধ ইতিহাস নিয়ে কথাবার্তা হয়েছে দুজনের মধ্য়ে। সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে কতাবার্তা হয়েছে।


প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সম্মানের জন্য ধন্য়বাদ জানাচ্ছি। আমাদের প্রতি যে ভালোবাসা তাঁরা দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ।

Advertisement

আরও পড়ুন

Latest articles

Leave a Comment

%d bloggers like this: