সাগরদিঘি, চাঁচলে দুই মৃত্যু, কংগ্রেস

Staff Reporter

সাগরদিঘি, চাঁচলে দুই মৃত্যু, কংগ্রেস, তৃণমূল সহযোগীরা নিহত ভোট-সন্ত্রাসে, গণনার দিনও মৃত্যুমিছিল

রাজ্য জুড়ে ৩৩৯টি কেন্দ্রে চলছে পঞ্চায়েত ভোটের গণনা। গণনার দিনেও জেলায় জেলায় অশান্তি। রাতেরবেলা অতিশয় তপ্ত হয়ে ওঠে ভাঙড়। আইএসএফ তার সাথে পুলিশের সংঘর্ষে সাংঘাতিক জখম দুই পক্ষের বেশ কয়েক জন। মরণ হয়েছে দুই আইএসএফ কর্মী-সহ তিন জনের। রায়দিঘিতে গণনার ২য় দিন প্রভাতে তৃণমূল কর্মীর শরীর উদ্ধার করা হয়ে গিয়েছে জলাধার থেকে। তাঁকে কুপিয়ে খুন করার কমপ্লেইন উঠেছে।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের বাকচায় বোমা বিস্ফোরণে জখম বৃদ্ধ। বাঁকুড়ার শালতোড়ায় বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির গাড়ি টার্গেট করে কঙ্কর ছোড়ার অভিযোগ। নদিয়ার তেহট্টে কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে জখম হলেন বিধায়ক তাপস সাহা। পশ্চিম বর্ধমানের কাঁকসায় তৃণমূল এবং সিপিএমের সংঘর্ষে বেশ কতিপয় জন জখম হয়েছেন। উত্তর ২৪ পরগনার বনগাঁয় তৃণমূল তার সাথে বিরোধীদের ভিতরে মারামারিতে মাথা ফেটেছে দুই তৃণমূল কর্মীর। হাওড়ার বালিতে মাথা ফেটেছে বিজেপি কর্মীর।

মুর্শিদাবাদের শমসেরগঞ্জে তৃণমূল এবং কংগ্রেসের ভিতরে বোমাবাজির অভিযোগ। দু’জন জখম হয়েছেন বলে দাবি। হরিহরপাড়া উপজেলা এরিয়ায় তৃণমূলের প্রার্থী এবং তাঁর স্বামীকে মারধরের কমপ্লেইন উঠেছে সিপিএমের বিরুদ্ধে। বীরভূমের নানুরে গণনাকেন্দ্রে যেতে সিপিএম সহযোগীদের বাধা দেওয়ার নালিশ তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। যদিও অভিযোগ অগ্রাহ্য করা শাসকদলের। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূলের বিপক্ষে বোমাবাজির নালিশ করেছে সিপিএম। অভিযোগ অস্বীকার তৃণমূলের। পরিমাপ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হাওড়া তার সাথে হুগলি জেলাতেও।

Advertisement

আরও পড়ুন

Latest articles

Leave a Comment

%d bloggers like this: