২১ জুলাই কোন কোন রাস্তা বন্ধ?

Staff Reporter

২১ জুলাই কোন কোন রাস্তা বন্ধ? কোন রাস্তায় ঘুরিয়ে দেওয়া হলো গাড়ি?

তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে শুক্রবার কলকাতা শহরের একাংশে বিপুল জনসমাগম। ওই কারণে আগে থেকেই পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ। শহরের বিস্তীর্ণ ভাগে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ধর্মতলায় তৃণমূলের মিটিংয়ে রাজ্যের নানা প্রান্ত থেকে অধিক লোক আসছেন। ফলে শহরের একাংশ বিফল হয়ে পড়ার আশঙ্কা।

খুব দরকার না হলে তার সাথে তৃণমূলের মিটিংয়ে শামিল হওয়ার প্রিপারেশন না থাকলে শুক্রবার ঘর হতে না বেরোনোই ভাল। বাইরে হতে কারও কলকাতায় প্রবল বৃষ্টিপাত প্রিপারেশন থাকলেও শুক্রবার তা এড়িয়ে যাওয়াই উচিত। শুক্রবার কলকাতার পথে একান্তই যদি বেরোতে হয়, কিন্তু ধর্মতলার নিকট না ঘেঁষাই মঙ্গল।

এ বিষয়ে ট্র্যাফিক পুলিশের পরিকল্পনা প্রথমে থেকে জেনে রাখা দরকার। কোন গাড়ি কোন পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কোন কোন পথ বন্ধ থাকছে, কোন রাস্তায় কী ভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেই লিস্ট আগেই পাবলিশ করা হয়েছে। গত ১২ জুলাই যান চলাচল নিয়ন্ত্রণের খুঁটিনাটি জানিয়ে বিজ্ঞপ্তি পাবলিশ করেছিল পুলিশ।

Advertisement

কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে বলা হয়েছে, আর্মহার্স্ট স্ট্রিটে উত্তর হতে দক্ষিণে, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত বিধান সরণিতে দক্ষিণ থেকে উত্তরে, মহাবিদ্যালয় স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে, ব্রেবর্ন রোডে উত্তর হতে দক্ষিণে, হেয়ার স্ট্রিট হতে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত স্ট্র্যান্ড রোডে দক্ষিণ থেকে উত্তরে, পত্নী গাঙ্গুলি স্ট্রিটে পূর্ব থেকে পশ্চিমে, বেন্টিঙ্ক স্ট্রিটে দক্ষিণ হতে উত্তরে, নিউ সিআইটি রোডে পশ্চিম থেকে পূর্বে এবং বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত, রবীন্দ্র সরণিতে দক্ষিণ হতে উত্তরে যান চলাচল নিয়ন্ত্রিত হবে।

কলকাতা পুলিশের আয়ত্ত সমুদয় অঞ্চলে শুক্রবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও ধরনের মালবাহী যান চালানো যাবে না (ব্যতিক্রম গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি, সব্জি, ফল তার সাথে দুধ পরিবহণকারী যান)।

এ ছাড়াও, কোনও ধরনের গাড়ি পার্ক করার জন্য দেওয়া হবে না ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে এবং কাছাকাছি এলাকায়, এজেসি বোস রোডের কতিপয় অংশে, হেস্টিংস ক্রসিং তার সাথে ক্যাথিড্রাল রোডের মধ্যবর্তী এলাকা, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ তার সাথে লাভার্স লেনে। শুক্রবার শহরে ট্রাম ঘটছে না। প্রভাত ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত তৃণমূলের মিছিলের রুটে যে কোনও রকমের গাড়িকেই বাধা দেওয়া থেকে পারে।

Advertisement

শুক্রবার অফ থাকতেছে কলকাতার একের অধিক বাস রুট। কারণ, রাস্তাঘাটে দিনের একটা জ্যেষ্ঠ সময় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। একই সাথে সমাবেশ উপলক্ষে কর্মী-সমর্থকদের জন্য প্রচুর বাস তুলেও নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। শহরের বাইরে থেকেও ঢুকেছে অনেক বাস।

সকালে তৃণমূল সহযোগীদের আসা তার সাথে দুপুরের পরে ফিরে যাওয়া। এর ফলে রাস্তাঘাট সমগ্র দিনই ভিড়ে ভারাক্রান্ত থাকবে বলেই মনে করা হচ্ছে। অ্যাপ-নির্ভর ক্যাবও ভিড়ের কারণে কতটা সচল থাকবে, তা নিয়ে রয়েছে।

তবে মেট্রো পরিষেবা শুক্রবার স্বাভাবিক থাকবে বলেই জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। ওই দিন রাজনৈতিক সমাবেশ উপলক্ষে কোনও বাড়তি মেট্রো চালানো হবে না। কিন্তু ভিড় সামলাতে কোনও কোনও স্টেশনে কর্মীসংখ্যা বৃদ্ধি করা থেকে পারে।

Advertisement

আরও পড়ুন

Latest articles

Leave a Comment

%d bloggers like this: