পুলিশি লাঠিচার্জে নিহত বিজেপি নেতা

বিহারে বিজেপির বিধানসভা অভিযানে লাঠিচার্জ পুলিশের:


বিহারে শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিজেপির বিধানসভা অভিযানে লাঠিচার্জ পুলিশের। আঘাতগ্রস্থ হয়ে প্রাণ গেল বিজেপি নেতা বিজয় কুমার সিংয়ের। শান্তিপূর্ণ মিছিলে কেন লাঠিচার্জ, নীতীশ কুমারের প্রশাসনকে প্রশ্ন বিজেপি নেতৃত্বের

দিল্লি বিধানসভা থেকে মাত্র ৩৫০ মিটার সরে বানের জল:

Advertisement


দিল্লিতে বন্যা পরিস্থিতির অবনতি। বুধবার রাতে এইরকম বাড়ল যমুনার জলস্তর। পরাস্ত মেট্রো পরিষেবাও। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গৃহ এবং দিল্লি বিধানসভা থেকে মাত্র ৩৫০ মিটার দূরে বানের জল। বহু মানুষকে সরানো হলো নিরাপদ স্থানে

হাওড়ার সাঁকরাইলের ১৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ:


পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে নজিরবিহীন নির্দেশ নির্বাচন কমিশনের। ১৫টি বুথে ফের ইলেকশনের আদেশ নির্বাচন কমিশনের। হাওড়ার সাঁকরাইলের ওই ১৫টি বুথে গণনার দিন ব্যালট চুরির নালিশ উঠেছিল, তাই ওই বুথগুলির নির্বাচনকে বাতিল বলে ঘোষণা করা হলো

Advertisement

গ্রেটার নয়ডার গ্যালাক্সি প্লাজ়ার শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন:


গ্রেটার নয়ডার গ্যালাক্সি প্লাজার শপিং কমপ্লেক্সে আগুন। জানলা ধরে ঝুলছেন একের অধিক ব্যক্তি, চারতলা থেকে ঝাঁপ— আতঙ্কের ভিডিয়ো ভাইরাল

চন্দ্রযান-৩ মিশন সফল হবে, আত্মবিশ্বাস ইসরো প্রধান:

Advertisement


আগের অসমর্থ মিশন হতে শিক্ষা নিয়ে এগোনো হচ্ছে, চন্দ্রযান-৩ মিশন সাকসেস হবেই, আত্মবিশ্বাসী ইসরোর সেরা এস সোমনাথ

মণিপুরে মায়ানমারের এক নাগিরক-সহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট পেশ:


মণিপুরে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর নামে তোলাবাজির অভিযোগ, মায়ানমারের এক নাগরিক-সহ তিন জনের বিপক্ষে চার্জশিট পেশ

Advertisement

দু’দিনের ফ্রান্স সফরে প্যারিসে পৌঁছলেন মোদী:


দু’দিনের ফ্রান্স সফরে বৃহস্পতিবার বিকালবেলা প্যারিসে পৌঁছলেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওরলি এয়ারপোর্টে মোদীকে সাদরে আহ্বান ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নির

ছুরি হামলার ট্রমা এখনও তাড়া করে রুশদিকে:

Advertisement


ছুরি হামলার ট্রমা এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি, জানালেন কবি সলমন রুশদি। ৭৬ সালের বুকার পুরস্কারজয়ী রুশদির দাবি, গত বছর অগস্টের হামলা নিয়ে ভয়াবহ দুঃস্বপ্ন এখনও দেখেন তিনি, এই ট্রমা কাটাতে নিতে হচ্ছে থেরাপিস্টের সাহায্য

প্রিগোজ়িন নাকি খুন হয়েছেন, দাবি সাবেক মার্কিন কম্যান্ডারের:


রাশিয়ার সেনা অভ্যুত্থানের পিছনে থাকা ইয়েভগনি প্রিগোজ়িন হয় খুন হয়েছেন, না হলে জেলে পচছেন— এমনটাই দাবি সাবেক মার্কিন মিলিটারি কম্যান্ডার রবার্ট আব্রামসের। তাঁর মতে, মিউটিনি পরবর্তী পুতিন-প্রিগোজ়িন মিটিংয়ের খবর পুরোটাই ফেক!

Advertisement

শেয়ার মার্কেটের খবর:

এ বার আসা যাক, শেয়ার মার্কেটের খবরে। গতকাল সেনসেক্স ২২৩.৯৫ পয়েন্ট পড়ে ৬৫৩৯৩.৯০ পয়েন্টে বন্ধ হয়েছে। Nifty 50 বন্ধ হয়েছে ১৯৩৮৪.৩০ পয়েন্টে।

আবহাওয়ার খবর:

Advertisement

জেনে নেওয়া যাক, ওয়েদার কেমন থাকবেl বুধবার কলকাতার মেক্সিমাম তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার কলকাতার মেক্সিমাম তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

আজকের উদ্ধৃতি:

ছেলেমেয়েদের শৈশব থেকেই শেখাতে হবে জাতিবর্ণনির্বিশেষে সকলকে ভালোবাসতে। তবে আর সোশ্যাল বিভিন্নতায় কিছু আসবে যাবে না। লক্ষ্য সৎ রাখতে হবে। কথাটি বলেছেন স্বামী অভেদানন্দ

Advertisement

আরও পড়ুন

Latest articles

Leave a Comment

%d bloggers like this: