সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৭

Staff Reporter

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৭

পঞ্চায়েতের পুনর্নির্বাচন। রাজ্যসভা ভোটের মনোনয়ন। সুপ্রিম কোর্টে অভিষেকের মামলার শুনানি। দিল্লি-সহ জবাব ভারতের অতিবর্ষণ। রাজ্যের আবহাওয়া কেমন?

আজ, সোমবার পঞ্চায়েতের পুনর্নির্বাচন রয়েছে। ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পুনর্নির্বাচন। অন্য দিকে, মঙ্গলবার আছে পঞ্চায়েতের ইলেকশন গণনা। তার প্রথমে প্রস্তুতি। এ ছাড়া পঞ্চায়েত ভোটকে ঘিরে সংঘাত, সংঘর্ষের অবস্থা এবং দিল্লিতে রাজ্যপাল কী করছেন? নজর থাকবে এই সব খবরের দিকে।

রাজ্যসভা ভোটের মনোনয়ন

Advertisement

আজ রাজ্যসভা ভোটের মনোনয়ন রয়েছে। এ রাজ্যের সাতটি আসনে মনোনয়ন জমা দেওয়ার কথা। কোনও প্রার্থী মনোনয়ন জমা দিলেন কি না সে দিকে নজর থাকবে।

সুপ্রিম কোর্টে অভিষেকের মামলার শুনানি

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জরিমানা করেছিলেন কলকাতা হ্যালো কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। অগ্রভাগ জরিমানার ওপর স্থগিতাদেশ দিয়েছিল। আজ আবার এই মামলাটির শুনানি রয়েছে। শীর্ষ আদালতের পরের নির্দেশের দিকে নজর থাকবে।

Advertisement

দিল্লি-সহ উত্তর ইন্ডিয়ার অতিবর্ষণ

দিল্লি-সহ জবাব ইন্ডিয়ায় অতিবর্ষণে ঘায়েল জনজীবন। ভারী বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো উত্তর ইন্ডিয়ার নানারকম এলাকা। গত দু’দিনে ওই স্থান দুর্যোগে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। রবিবার শুধু হিমাচলে ধস, হড়পা বানে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের আবহাওয়া কেমন?

Advertisement

আজও রাজ্যে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ আস্ত রাজ্যে হালকা বৃষ্টি থেকে পারে। বহু বৃষ্টি থেকে পারে উত্তরবঙ্গের কিছু জেলায়। আজ নজর থাকবে আবহাওয়া জনিত আরও খবরের দিকে।

মণিপুর ও মেঘালয়ের পরিস্থিতি

দু’মাসের বেশি টাইম ধরে উত্তেজনা অব্যাহত আছে মণিপুরে। সে রাজ্যে গোত্র সংঘর্ষে দুশো জনের কাছাকাছি মানুষের মরণ হয়েছে। প্রায়ই দিনই মৃত্যুর ঘটনা ঘটছে। প্রশাসনের তরফে একাধিক স্টেপ করা হলেও অশান্তি সেখানে কিছুতেই থামছে না। পরিস্থিতি কন্ট্রোলে নেমে সেনাও বিক্ষোভের মুখে পড়েছে। অন্য দিকে, উত্তর-পূর্বাঞ্চলের আরও এক রাজ্য মেঘালয়েও গোষ্ঠীহিংসা আরম্ভ হয়েছে। গত সপ্তাহ হতে পূর্ব খাসি এলাকায় দু’টি জনগোষ্ঠীর দফায় দফায় ঘর্ষণ হয়েছে। এই অবস্থায় মণিপুর ও মেঘালয়ের পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।

Advertisement

উইম্বলডন

উইম্বলডনের আজ ষষ্ঠ দিনের খেলা রয়েছে। বিকেল সাড়ে ৩টে হতে এই খেলাটি শুরু হওয়ার কথা। আজ তাঁর খেলার দিকে আজ নজর থাকবে।

আরও পড়ুন

Latest articles

Leave a Comment

%d bloggers like this: