পঞ্চায়েত নির্বাচনের আগে নন্দীগ্রামে সুফিয়ান-বিজেপি গুপ্ত বৈঠক?

Staff Reporter

পঞ্চায়েত নির্বাচনের আগে নন্দীগ্রামে সুফিয়ান-বিজেপি গুপ্ত বৈঠক? ‘বোঝাপড়া’ নিয়ে জল্পনা

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিদায়ী সহ-সভাধিপতি শেখ সুফিয়ান এ বার আর পঞ্চায়েতে তৃণমূলের টিকেট পাননি। তা নিয়ে ক্ষোভ আর অভিমান রয়েছে নন্দীগ্রামের ‘জাহাজবাড়ি’র অন্দরে।

পঞ্চায়েত ভোটের নন্দীগ্রামে চর্চায় এখন এক বৈঠক!

জমি আন্দোলনের পুরনো মুখ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিদায়ী সহ-সভাধিপতি শেখ সুফিয়ান এ বার আর পঞ্চায়েতে তৃণমূলের টিকিট পাননি। তা নিয়ে ক্ষোভ আর অভিমান বিদ্যমান নন্দীগ্রামের ‘জাহাজবাড়ি’র অন্দরে। সূত্রের খবর, এই আবহেই নাকি রাজ্য বিজেপির এক ডগা নেতার সাথে বৈঠক হয়েছে সুফিয়ানের। বোঝাপড়াও হয়ে গিয়েছে। নন্দীগ্রামের ভোট-ভাগ্য নাকি নির্ধারিত হলো সেই কৌশলেই।

Advertisement

সত্যিই কি এমন ‘আঁতাঁত’ হচ্ছে?

বিষয়টি নস্যাৎ করে দিচ্ছে বিজেপি। টিমের তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক মেঘনাদ পালের বক্তব্য, ‘‘আমরা অনেক জায়গায় প্রার্থী দিতে পারিনি ঠিকই। সেই সব জায়গায় ‘মানুষের জোট’কে সমর্থন করেছি। কিন্তু সুফিয়ানের সাথে বিজেপির বোঝাপড়ার প্রশ্নই ওঠে না।’’ বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীও বলেন, ‘‘নিচুতলায় মানুষের জোট হয়েছে।” তবে বিজেপি নেতৃত্বের সঙ্গে সুফিয়ানের বৈঠক হয়েছে কি না, জানতে চাইলে তাঁর মন্তব্য, “এ বিষয়ে কয়েকটি জানা নেই।”

রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তার সাথে শাসক টিমের তরফে পূর্ব মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ আবার পাল্টা বলছেন, ‘‘সুফিয়ানদা’র সঙ্গে আমার কথা হয়নি। কিন্তু এইরকম হতেই পারে যে, বিজেপির কেউ তৃণমূলে আসতে চেয়ে ওঁর সাথে কথা বলে থাকতে পারেন! এই রকম আরও কয়েকটি ঘটনা জেলার অন্যত্র ঘটেছে।’’

Advertisement

সুফিয়ান নিজে দাবি করছেন, ‘‘আমি আকর্ষণ বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, টিমের দাস কর্মী। টিকিট পাই, না পাই, দলকে জেতানোর জন্য কাজ করে যাব, করছিও।’’ যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ দিনই নদিয়ার এক অধিবেশনে দাবি করেছেন, “এই সরকারের আশি শতাংশ ব্যক্তি আমার সাথে যোগাযোগ রাখছে।”

তাৎপর্যপূর্ণ ভাবে, সুফিয়ান নিজেকে ‘মমতার চাকর সৈনিক’ বলার একসাথে এ-ও মন্তব্য করেছেন, ‘‘পরিস্থিতি যা, তাতে আমি প্রচারে নামার পরেও যদি টিম মন্দ ফল করে, তখন ওরাই আবার বলবে, আমি ইলেকশন কাটতে সহযোগিতা করেছি।” তার পরেই তাঁর দাবি, “ব্লক নেতৃত্বই পরিকল্পনা করে শুভেন্দুর সঙ্গে বোঝাপড়া করে তৃণমূলকে ধ্বংস করার চক্রান্ত করছেন। উল্টে আমার সঙ্গে শুভেন্দুর ‘গট আপে’র গল্প ছড়াচ্ছেন!”

সুফিয়ানের বিপক্ষে ‘অন্তর্ঘাতে’র নালিশ উঠেছিল গত বিধানসভা ভোটেও। সেই ভোটে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী, দলনেত্রী ঝোঁক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি ছিলেন সুফিয়ান। শুভেন্দুর কাছে মমতার হারের পরে সুফিয়ানের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তার পরে সংগঠনে তাঁর অনুগামীদের সরানো হয়। নন্দীগ্রামে পঞ্চায়েত ভোট পরিচালনার দলীয় কমিটিতেও রাখা হয়নি তাঁকে। তখন সুফিয়ান-অনুগামীরাও টিকিট না পাওয়ার আশঙ্কায় নির্দল হিসেবে মনোনয়ন জমা দেওয়ার জন্য থাকেন। সুফিয়ানকে জেলা পরিষদে প্রার্থী করেও সম্পন্ন লগ্নে জানানো হয়, উনি টিকিট পাচ্ছেন না।

Advertisement

নন্দীগ্রামে ‘খেলা’ শুরু নাকি এর পরই।

বোঝাপড়ার ইঙ্গিত অথচ অঙ্কেও। এ বার ভোটে নন্দীগ্রামে তৃণমূলের বিরুদ্ধে নির্দলের লড়াই কার্যত নজিরবিহীন। এই নির্দলের নিজেদের সুফিয়ান-অনুগামী বলছেন। তৃণমূলের টিকিট পাচ্ছেন না ধরেই এঁরা দাউদপুর, সামসাবাদ, কেন্দেমারি ও নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতে আগেই মনোনয়ন দেন। এই চার গ্রাম পঞ্চায়েতেই বেশ কিছু আসনে প্রতীকে প্রার্থী দেয়নি বিজেপি। ফলে, ওই জায়গা তৃণমূলের সাথে সরাসরি ভাবে লড়াইয়ে নির্দল বা বাম-কংগ্রেসের প্রার্থী। সুফিয়ান বলছেন, ‘‘সিপিএম, কংগ্রেস থেকে এইরকম অনেক মানুষ প্রার্থী হয়েছেন, যাঁরা বেশির ভাগ তৃণমূলেরই লোক।’’ তাঁর ক্ষোভ, ‘‘এঁদের অনেকের টিমের টিকিট পাওয়ার যোগ্যতা আছে। তবুও ব্লক নেতৃত্ব আলোচনাই করলেন না! উপদেষ্টা সংগঠন ব্লক দফতরে বসেই প্রার্থী ঠিক করে ফেলল!’’

এই পরিস্থিতিতে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুর ঘোষণা, ওই পঞ্চায়েতগুলিতে তৃণমূলের বিপক্ষে লড়বে ‘মানুষের জোট’।

Advertisement

রাখঢাক না রেখে সুফিয়ান আরও বলছেন, ‘‘আমি দাঁড়ালে চারটি গ্রাম পঞ্চায়েত জিতত। আমি না দাঁড়ানোয় চারটি গ্রাম পঞ্চায়েতই সম্পন্ন হয়ে যেতে পরে।’’ নন্দীগ্রামে সুফিয়ান-বিরোধী বলে পরিচিত, এ বার সুফিয়ানের বদলে জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী শেখ শামসুল ইসলাম জানাচ্ছেন, ‘‘সুফিয়ান প্রকাশ্যে টিমের বিরোধিতা করছেন না ঠিকই। তবুও ১০টি গ্রাম পঞ্চায়েতের টিমের প্রচারে নেই তিনি।’’

সুফিয়ানপন্থী পরিমাণে পরিচিত, দাউদপুরের পঞ্চায়েতে ‘নির্দল’ হিসেবে দাঁড়ানো আব্বাস বেগ বলছেন, ‘‘তৃণমূলটা চোর-ডাকাতের টিম হয়ে গিয়েছে। ‘মানুষের জোট’ চাইছে এই দলটাকে উৎপাটন করতে। তার জন্য যা করার, সেটাই করা হবে।’’

ঠিক যেন শুভেন্দুর কথারই প্রতিধ্বনি!

Advertisement

আরও পড়ুন

Latest articles

Leave a Comment

%d bloggers like this: